শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে পল্লী অঞ্চলগুলোতে চালু হচ্ছে ৩০টি স্বাস্থ্যকেন্দ্র

পোস্ট হয়েছে: মে ৪, ২০২০ 

news-image

ইরানের পল্লী অঞ্চলগুলোতে ৩০টি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হবে। ইমামের নির্দেশনা কার্যকর সদরদপ্তর অধীনস্থ দাতব্য প্রতিষ্ঠান বারাকাত চ্যারিটি ফাউন্ডেশন এসব স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের কাজ করবে। ইমামের নির্দেশনা কার্যকর সদরদপ্তর ‘সেতাদ-ই এজরায়ে-ই ফরমান-ই হযরত-ই ইমাম’ নামেও পরিচিত। রোববার বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।

বারাকাত চ্যারিটি ফাউন্ডেশনের উপপ্রধান মোহাম্মাদ মাহজুরি বলেন, স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে থাকছে ল্যাব, মেডিকেল সরঞ্জাম কেন্দ্র ও জরুরি সেবাকেন্দ্র।

তিনি জানান, গত বছর দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে বারাকাত ফাউন্ডেশন ৪০টি মেডিকেল কেন্দ্র ও ক্লিনিক নির্মাণ করেছে। দেশেব্যাপী ২১০টি স্বাস্থ্যসেবা প্রকল্প বাস্তবায়নের জন্য ফাউন্ডেশনের সাথে ৭০০ বিলিয়ন রিয়াল (১৬ দশমিক ৬ মিলিয়ন ডলার) বাজেটের একটি চুক্তি রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।