ইরানে দেশব্যাপী ৩ হাজার গ্রিনহাউজ নির্মাণের পরিকল্পনা
পোস্ট হয়েছে: আগস্ট ৪, ২০২১
ইরানের দশটি প্রদেশে চলতি ইরানি বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) ৩ হাজার ৫২ হেক্টরের নতুন গ্রিনহাউজ নির্মাণের পরিকল্পনা করছে দেশটির কৃষি মন্ত্রণালয়। সোমবার কৃষি মন্ত্রণালয়ের গ্রিনহাউজ উন্নয়ন কর্মসূচির পরিচালক দারিউশ সালেমপুর এই তথ্য জানান। খবর আইআরএনএ এর।
তিনি বলেন, আবহাওয়া, অবকাঠামো, বৃহত্তর বাজারের কাছাকাছি ও পর্যাপ্ত জনবলের দিক দিয়ে উপযুক্ত প্রদেশগুলোতে এসব গ্রিনহাউজ নির্মাণ করা হবে।সে হিসেবে সিস্তান-বালুচিস্তান, হরমোজগান, কেরমান, বুশেহর, ফার্স, ইসফাহান, খোরাসান রাজাভি, তেহরান, পূর্ব আজারবাইজান এবং আরদেবিলকে বেছে নেওয়া হয়েছে।
সালেমপুর আরও জানান, আগের ইরানি বছরে দেশব্যাপী গ্রিনহাউজ নির্মাণের জন্য ৩০ ট্রিলিয়ন রিয়ালের (প্রায় ৭১৪ মিলিয়ন ডলার) অধিক অর্থ পরিশোধ করা হয়েছে। গত বছর নির্মিত গ্রিনহাউজের ৪৫ শতাংশে অর্থায়ন করেছে বেসরকারি খাত। সূত্র: তেহরান টাইমস।