ইরানে দুমাসে ১ লাখ ২৬ হাজার গাড়ি উৎপাদন
পোস্ট হয়েছে: জুন ২১, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/06/3478533.jpg)
ইরানের গাড়ি উৎপাদকরা চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে (২০ মার্চ থেকে ২০ মে) ১ লাখ ২৬ হাজার গাড়ি উৎপাদন করেছে। দেশটির শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্যের উদ্ধৃতি দিয়ে এই খবর দিয়েছে আইআরএনএ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি ইরানি বছরের প্রথম দুই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় গাড়ি উৎপাদন কম হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ।
আগের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বৃহত্তর তিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- ইরান খোদরো কোম্পানি (আইকেসিও), সাইফা গ্রুপ ও পার্স খোদরো গত ফারসি বছরে (২০ মার্চ ২০১৯ থেকে ২১ মার্চ ২০২০) ৮ লাখ ৬৩ হাজার ২৬৩টি গাড়ি উৎপাদন করেছে।
আইকেসিও একাকি গত বছর ৩ লাখ ৯৩ হাজার ৮১২টি গাড়ি উৎপাদন করে। কোম্পানিটি সেখানে গত মাসে ৩৫ হাজার ৯৫৩টি গাড়ি উৎপাদন করেছে। সূত্র: তেহরান টাইমস।