ইরানে তৃতীয় স্মার্ট তেহরান কংগ্রেস
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১০, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/12/7_kk_tehran_250-ed_5.jpg)
ইরানের রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারে সোমবার তৃতীয় স্মার্ট তেহরান কংগ্রেস শুরু হচ্ছে। দুই দিনব্যাপী ইভেন্টে সমবেত হচ্ছেন নগর ব্যবস্থাপক, আইসিটি নীতি-নির্ধারক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
কংগ্রেসে প্রধান প্রধান আলোচক হিসেবে থাকছেন তেহরানের মেয়র পিরুজ হানাচি, তেহরান পৌরসভার আইসিটি অরগানাইজেশন প্রধান মোহাম্মাদ ফারজুদ, আইসিটি মন্ত্রী মোহাম্মাদ জাভাদ আজারি জাহরোমি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি ও তেহরান সিটি কাউন্সিল চেয়ারম্যান মোহসেন হাশেমি রাফসানজানি।
মোহাম্মাদ আলি নাজাফি মেয়র থাকাকালীন ২০১৭ সালে প্রথম স্মার্ট তেহরান কংগ্রেস অনুষ্ঠিত হয়। ইভেন্টের আগের পর্বে স্বচ্ছতা, অকপটতা, স্থানীয় স্টার্টআপ ইকোসিস্টেম এবং ডিজিটাল নগর পরিষেবার প্রসারে একটি উন্মুক্ত এপিআই পোর্টাল চালু করে তেহরান সিটি কাউন্সিল। সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।