শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে তিন কৃত্তিম বুদ্ধিমত্তা পদ্ধতির উন্মোচন

পোস্ট হয়েছে: আগস্ট ১৩, ২০২০ 

news-image

তিনটি কৃত্তিম বুদ্ধিমত্তা পদ্ধতির উন্মোচন করেছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। রোববার উন্মোচন করা তিন পদ্ধতির নাম হলো ‘সাহা’, ‘সাহাব’ ও ‘হুশিও’।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট একটি জ্ঞানভিত্তিক কোম্পানি প্রদর্শনকালে এই কৃত্তিম বুদ্ধিমত্তা পদ্ধতিগুলো উন্মোচন করেন।  

সাত্তারি বলেন, দেশে নিকট ভবিষ্যতে কৃত্তিম বুদ্ধিমত্তা হচ্ছে ক্ষমতার কার্যক্ষেত্র ও কর্তৃপক্ষ এবং জাতীয় নিরাপত্তার জামিনদার।

তিনি বলেন, অঞ্চলে আইসিটি ও জৈবপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে ইরানের সবচেয়ে বেশি স্টার্ট-আপ রয়েছে। দেশে কৃত্তিম বুদ্ধিমত্তা বিকাশের চেষ্টা শুরু হয়েছে। এই খাতে বিনিয়োগ করা হচ্ছে এবং একান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বৈজ্ঞানিক নিবন্ধ ও মর্যাদাপূর্ণ জার্নালের দিক দিয়ে বিশ্বে ইরান নবম স্থানে রয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।