ইরানে টেলিকম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন
পোস্ট হয়েছে: আগস্ট ২১, ২০১৬
আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক টেলিকম সম্মেলন। ইউরোমানি ইনস্টিটিউশনাল ইনভেস্টরের সহযোগিতায় এ সম্মলনের আয়োজন করছে ইরানের টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
ইউরোমানি ১৯৬৯ সালে গঠিত হয় এবং আন্তর্জাতিক ব্যবসায় মিডিয়া গ্রুপ হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠানটির দুটি বড় অংশীদার প্রতিষ্ঠান হচ্ছে ডেইলি মেইল ও জেনারেল ট্রাস্ট পিএলসি। ইরানের টেলিকম মন্ত্রী মাহমুদ ভায়েজি বলেছেন, এ সম্মেলন কারিগরি ও অর্থনৈতিকভাবে ইরানে বিনিয়োগে সাহায্য করবে। ব্রিটেনের অরেঞ্জ, স্পার্কল অ্যান্ড ইউকম, লন্ডনভিত্তিক ইরান-ব্রিটেইন চেম্বার অব কমার্স ওই সম্মেলনে অংশ নেবে। এছাড়া মধ্য এশিয়া ছাড়াও ইউরোপ, আমেরিকার বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নিতে পারে। সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন