মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে জাতীয় তুষার উৎসব

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০২৩ 

news-image

এক ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হলো ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোহগিলুয়েহ-বোয়ের আহমেদে।প্রদেশের ডেনা পর্বত ঢালে অনুষ্ঠিত হলো জাতীয় তুষার উৎসব। এবারের পঞ্চম জাতীয় তুষার উৎসব ২৬ থেকে ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উৎসুক জনতা।ইভেন্টটি আয়োজনের লক্ষ্য, সামাজিক উদ্যমের চেতনা উন্নীত করা এবং শীতকালীন পর্যটনের জন্য প্রদেশের সক্ষমতা পরিচয় করিয়ে দেওয়া। সূত্র: তেহরান টাইমস