ইরানে করোনা রোগীদের জন্য ঐতিহ্যগত ওষুধ কেন্দ্র চালু
পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০

ইরানে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঐতিহ্যগত ওষুধের একটি কেন্দ্র চালু করা হয়েছে। তেহরানের শহিদ বেহেশতি ইউনিভার্সিটিতে রোববার কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
তেহরানে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ওয়ার্কিং গ্রুপের প্রধান আলিরেজা জালি বলেন, সযত্ন সচিকিৎসা নয়। সুতরাং স্বাস্থ্য ক্ষেত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দলিল এই ঐতিহ্যগত ইরানি ওষুধকে বিবেচনায় আনা উচিত। খবর আইআরআইবি এর।
তিনি বলেন, ১৫ বছর যাবত মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ঐতিহ্যগত ওষুধের জন্য একটি একাডেমিক পটভূমি দাঁড় করিয়েছে। আমরা গর্বিত যে আজ বৈজ্ঞানিক র্যাঙ্কিংয়ের ঐতিহ্যগত ওষুধ ও বিজ্ঞানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো দেশের সেরা বিশ্ববিদ্যালগুলোর তালিকায় রয়েছে। সূত্র: তেহরান টাইমস।