শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে করোনাভাইরাস টেস্ট কিটের পঞ্চম চালান পাঠালো হু

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২০ 

news-image

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তকারী টেস্ট কিটের পঞ্চম চালান পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।

‘কোভিড-১৯’ শনাক্তকারী কিটের পঞ্চম চালান ইতোমধ্যে রাজধানী তেহরানে এসে পৌঁছেছে। শুক্রবার ইরানে হু এর প্রতিনিধি খ্রিস্টোফ হামেলম্যান তার ট্যুইটার অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন।  

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘‘আমরা বিমানবন্দর থেকে জরুরি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের সাথে ফিরে আসছি। আমি নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাদের প্রচেষ্টার তারিফ করছি।’’

ইরানে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৫৯৩ জনে পৌঁছেছে। দেশটিতে চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ জনের। সূত্র: তেহরান টাইমস।