ইরানে করোনাভাইরাসের ওপর আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পোস্ট হয়েছে: মার্চ ১৮, ২০২০
ইরানে করোনাভাইরাস মোকাবেলায় বক্তিগত ও গোষ্ঠীগত স্থাস্থ্য সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইরানের ইনস্টিটিউট ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অব চিল্ড্রেন অ্যান্ড ইয়ং অ্যাডাল্ট (আইআইডিসিওয়াইএ) এর খোরাসান রাজাভি শাখা রোববার এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে।
ইরান ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারির মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার বিষয়টিতে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। কেননা, নতুন এই ভাইরাসটির সংক্রমণের ক্ষেত্রে এটিই অন্যতম প্রধান বিষয়।
প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে ‘‘হেলথ অব মাই হ্যান্ডস’’ (জামাকাপড়, খেলনা, খাদ্য, পরিবার, বন্ধু-বান্ধব, বাসাবাড়ি ও শহর) এবং ‘‘দ্যা হ্যান্ডস দ্যাট টেইক কেয়ার অব মি’’ (বাবা, মা, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মচারী)।
৪ থেকে ১৮ বছরের শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগ্রহী শিশুদের আইআইডিসিওয়াইএ এর পোর্টাল পেইন্টফেস্ট ডটকেপিএফ ডটআইআর এ তাদের চিত্রকর্ম আপলোড করতে বলা হয়েছে। প্রতিযোগিতার জাতীয় বিভাগে চিত্রকর্ম দাখিলের শেষ সময় ২০ মে এবং আন্তর্জাতিক বিভাগে ১৫ জুলাই।
দাখিলকৃত চিত্রকর্মগুলো বাছাইয়ের কাজ করবেন একদল চিত্রশিল্পী ও বই ইলাসট্রেটর। ৫ আগস্ট বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সূত্র: তেহরান টাইমস।