রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানে এশীয় চিতার সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার

পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০ 

news-image

বিপন্ন প্রজাতির এশীয় চিতার সুরক্ষা বাড়াতে প্রযুক্তির ব্যবহার করবে ইরান। এজন্য বন্যপ্রাণীটির আবাসস্থলকে কেন্দ্র করে স্যাটেলাইট নজরদারি ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরা দিয়ে অনলাইনে অবিরতভাবে পর্যবেক্ষণ করা হবে।  খবর আইআরএনএ এর।

ইরানের পরিবেশ অধিদপ্তরের উপপ্রধান শাহাবোদ্দিন মোন্তাজেমি বলেন, এশীয় চিতার সুরক্ষা বাড়াতে মূল্যবান প্রাণীটির আবাসস্থল স্যাটেলাইট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে।

স্তন্যপায়ী প্রাণীটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলতে পারে। ইরানে পঞ্চাশের অধিক এশীয় চিতা রয়েছে।  

দুষ্প্রাপ্য এশীয় চিতার মূল নাম অ্যাকিনোনিক্স জুব্যাটাস ভেন্টিকাস। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়নের মতে, এশীয় চিতা গুরুতরভাবে বিপন্ন প্রজাতির একটি প্রাণী। সূত্র: তেহরান টাইমস।