শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানে এবছর উদ্বোধন হবে ১৬শ কিমি ফ্রিওয়ে ও মহাসড়ক

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২১ 

news-image

ইরানের উপপরিবহন ও নগর উন্নয়ন মন্ত্রী খেইরোল্লাহ খাদেমি বলেছেন, চলতি ইরানি বছরের শেষ নাগাদ (মার্চ ২০২২) দেশের সড়ক নেটওয়ার্কে ৪৪০ কিলোমিটার ফ্রিওয়ে ও ১২শ কিলোমিটার মহাসড়ক যুক্ত হবে।

খাদেমি জানান, মন্ত্রণালয় দেশের নয়টি বড় ফ্রিওয়ে প্রকল্প সম্পন্ন করাকে অগ্রাধিকার দিয়েছে। বিগত দুই বছরের মধ্যে দেশের পরিবহন ও ট্রানজিট অপারেশনে যার সবচেয়ে বেশি প্রভাব রয়েছে।  এপর্যন্ত এসব প্রকল্পের গড়ে কাজের অগ্রগতি সত্তর শতাংশের ওপরে।

তিনি আইআরআইবিকে বলেন, উল্লিখিত প্রকল্পগুলোর মধ্য থেকে দুটি প্রকল্পের কাজ গত বছর সম্পন্ন হয়েছে এবং দেশব্যাপী ২২১ কিলোমিটার ফ্রিওয়ে নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সূত্র: তেহরান টাইমস।