ইরানের ১৩তমবারের মতো ফুটসাল এশিয়ান কাপের শিরোপা জয়
পোস্ট হয়েছে: এপ্রিল ২৯, ২০২৪
রবিবার এএফসি ফুটসাল এশিয়ান কাপ থাইল্যান্ডের ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে ইরান রেকর্ড ১৩তমবারের মতো শিরোপা ঘরে তুললো।টিম মেল্লি ব্যাংকক অ্যারেনায় ফাইনাল ম্যাচে থাইল্যান্ডকে ৪-১ গোলে পরাজিত করে স্বাগতিকদের প্রথম শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে দেয়।
সেট-পিস পরিস্থিতির প্রথম মিনিটেই ইরান একটি দুর্দান্ত শুরু করে। সালার আগাপুর মাহদি করিমিকে বল এগিয়ে দেন। করিমি আর্কের উপর থেকে জালের নীচে গোল ঢুকিয়ে দেন।
প্রথমার্ধে টুর্নামেন্টের অষ্টম গোলটি করেন সাইদ আহমেদাব্বাসী। থাইল্যান্ড ২৫তম মিনিটে একমাত্র গোলটি করে। জিরাওয়াত সর্নউইচিয়ান মোহাম্মদ ওসামানমুসার সাথে পাস বিনিময় করেন এবং মোহাম্মদীর উপর দিয়ে বল চেপে দেন। সূত্র- তেহরান টাইমস