ইরানের সিনেমা ভেরাইটে ১৯ মাস্টার ক্লাস
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২০

ইরানের তথ্যচিত্র এবং পরীক্ষামূলক চলচ্চিত্র কেন্দ্রের গবেষণা কেন্দ্রের প্রধান মাজিদ রাহিমি বলেছেন, সিনেমা ভেরাইটের কর্মশালা ও মাস্টার ক্লাসগুলোতে প্রশিক্ষণার্থী ও দর্শক-শ্রোতাদের উষ্ণভাবে অভ্যর্থনা জানানো হয়েছে।
তিনি বলেন, উৎসবের এবারের আসরে অন্তত ১৯টি কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টিতে কোচ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে অনলাইন মিথস্ক্রিয়া অনুষ্ঠিত হবে।
রাহিমি জানান, উৎসবের কর্মশালাগুলোতে দৈনিক ২০০ থেকে ৩০০ মানুষ অংশ নিচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।