ইরানের সাথে প্রীতি ম্যাচ খেলতে সম্মতি ব্রাজিলের
পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২০
ইরানের জাতীয় ফুটসাল দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে সম্মত হয়েছে ব্রাজিলের ফুটসাল দল। এরআগে ২০১৮ সালে ইরানি ফুটসাল দলের সেলেকাও দলের সাথে প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল সফর করার কথা ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে ইরানি দল।
এখন ব্রাজিল পুনরায় ইরানের আয়োজনে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে। ইরানি ফুটসাল দল সর্বশেষ ২০১৬ ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপ নকআউট পর্বে ব্রাজিলের সাথে প্রতিযোগিতায় অংশ নেয়। এই ম্যাচে পেনালটিতে প্রতিপক্ষকে ৩-২ গোলে পরাজিত করে ফারসি স্কোয়াড।
এছাড়াও ফিফা ফুটসাল ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান ও ব্রাজিল। ২০২১ সালের সেপ্টেম্বরে লিথুনিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ইরানি দলের কাসপিয়ান কাপ- আসত্রাখান ২০২০ এ অংশ নেয়ার কথা রয়েছে। এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপের ষোড়শ পর্বের প্রস্তুতি ম্যাচ হিসেবে এটি অনুষ্ঠিত