বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের সর্ববৃহৎ কৃষিপণ্য রপ্তানি টার্মিনালের উদ্বোধন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২১ 

news-image

৭ দশমিক ২ ট্রিলিয়ন রিয়াল (১৭১ মিলিয়ন ডলার) বিনিয়োগে নির্মিত ইরানের সর্ববৃহৎ কৃষিপণ্য রপ্তানি টার্মিনাল উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় মাজান্দারান প্রদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টার্মিনালটির প্রথম পর্বের উদ্বোধন করেন।

চলতি ইরানি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) এ নিয়ে ৫১তম উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হলো। জুবার শহরে ৩১ হাজার হেক্টর জায়গা জুড়ে টার্মিনালটি নির্মাণ করা হয়।

টার্মিনালটির প্রাথমিক লক্ষ্য হচ্ছে- বিপণন, পণ্য রপ্তানি, বৈশ্বিক বাজারে ইরানি ব্র্যান্ডের প্রবর্তন, বিতরণ ব্যবস্থার সংস্কার এবং কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা। সূত্র: তেহরান টাইমস।