ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব: আব্দুল্লাহিয়ান
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২২
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে একজন শীর্ষস্থানীয় সৌদি কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তা থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী সৌদি আরব।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান সম্প্রতি আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার আলোচনা এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যা দু’দেশেরই স্বার্থ রক্ষা করে এবং দু’দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যতের বার্তা বহন করে।
তার এ বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল্লাহিয়ান বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, সৌদি আরব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়ার কারণে বর্তমানে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তা না হলে এর আগে ইরান ও সৌদি আরবের মধ্যে স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান ছিল এবং তেহরান সব সময় দু’দেশের মধ্যে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে এসেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো কোনো আঞ্চলিক বিষয়ে তেহরান ও রিয়াদ ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করলেও সেসব মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে দু’দেশের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব। /পার্সটুডে/