ইরানের সঙ্গীতজ্ঞ লুতফিকে স্মরণ করল ভক্তরা
পোস্ট হয়েছে: মে ২, ২০১৬

ইরানের প্রখ্যাত ক্লাসিক সঙ্গীত বিশেষজ্ঞ,গীতিকার ও সুরকার মোহাম্মদ রেজা লুতফিকে স্মরণ করল তার ভক্তরা। বিশিষ্ট এই সঙ্গীত বিশেষজ্ঞের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পীর জন্মস্থান গোলেস্তান প্রদেশের গোরগান শহরে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে লুতফির গুণমুগ্ধ ভক্ত, ছাত্র ও বিশিষ্ট শিল্পীরা অংশ নেন। গত ২৮ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে লুতফি ছাড়াও অন্যান্য মরমি সঙ্গীত শিল্পীর রচিত সঙ্গীত পরিবেশন করা হয়। লুতফি ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি ইন্তেকাল করেন ২০১৪ সালে। সেতার ও তার যন্ত্রসঙ্গীতে তিনি ছিলেন পারদর্শী। সঙ্গীত গবেষক হিসেবে তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন