ইরানের শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধি দলের ইরাক সফর
পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০১৬
ইরানের একশ’জনের শক্তিশালী এক ব্যবসায়ী প্রতিনিধি দল ইরাক সফরে যাচ্ছে। দুটি দেশ নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে সম্মত হওয়ায় এধরনের প্রতিনিধি দল খুব শীঘ্রই ইরাক সফর করবেন বলে তেহরানে দেশটির রাষ্ট্রদূত রাজেহ সাবার আববওদ আল-মোসাভি এ তথ্য জানান। তিনি বলেন, এ ইরানি প্রতিনিধি দলের ইরাক সফর ভাল ফলাফল বয়ে আনবে। খবর বার্তা সংস্থা তাসনিমের।
ইরান থেকে আমদানী করে এমন দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ ইরাক ।দেশটি জালানি নয় এমন ৬ বিলিয়ন ডলারের বেশি অর্থের পণ্য ইরাকে রফতানি করেছে। গত ফেব্রুয়ারি ইরানের অর্থমন্ত্রী আলী তাইয়্যেবনিয়া জানান, ইরান ও ইরাক নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১২ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলারে বৃদ্ধি করবে। বিশেষ করে কারিগরী ও প্রকৌশল খাতে ইরাকে ইরানের বিশাল বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে।সূত্র: তেহরান টাইমস