সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের লেজার-চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্মোচন

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৫ 

news-image

ইরানের সেনাবাহিনী দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে বিমান প্রতিরক্ষা বাহিনীর সামরিক মহড়ার সময় একটি অত্যাধুনিক লেজার-চালিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে।

রোববার দেশটির প্রতিরক্ষা বাহিনীর ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে মহড়ার সময় সেরাজ (আলো) নামে এই সরঞ্জামটি চাকার সাহায্যে বের করে আনা হয়।

সেনাবাহিনী এই সিস্টেমটিকে বিমান প্রতিরক্ষা পরিষেবা প্রদানকারী স্তরগুলির মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছে।

পর্যবেক্ষকরা এই যন্ত্রটিকে “ভয়ঙ্কর” হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা রাষ্ট্রগুলি ইরানের আবিষ্কারে বিস্মিত হবে বলে মনে করেন তারা। সূত্র: মেহর নিউজ