শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের রপ্তানি পণ্যের ৪৭ শতাংশ যায় প্রতিবেশী দেশে

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২০ 

news-image

ইরানের ইকোনমিক ডিপলোম্যাসি অ্যাফেয়ার্স বিষয়ক পররাষ্ট্র উপমন্ত্রী গোলামরেজা আনসারি জানিয়েছেন, ইরানের রপ্তানি পণ্যের ৪৭ শতাংশ যায় প্রতিবেশী দেশগুলোতে। অর্থাৎ ইরানের রপ্তানিতে প্রতিবেশীদের অবদান প্রায় অর্ধেক।

সরকারি ও বেসরকারি খাতের মধ্যকার একটি সংলাপ বৈঠকে আনসারি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার আরদাবিল প্রদেশের বিলেসাভার বর্ডার টার্মিনালে সংলাপটি অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র উপমন্ত্রী রপ্তানি বাড়াতে দেশের সীমান্ত সক্ষমতা ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইরানি পণ্যসামগ্রীর ৪৭ শতাংশ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। এতে প্রতীয়মান হয় যে, রপ্তানি বাড়াতে সীমান্তবর্তী প্রদেশগুলোর উচ্চ সক্ষমতাকে আশা ব্যঞ্জকভাবে ব্যবহার করা উচিত। সূত্র: মেহর নিউজ এজেন্সি।