মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের যুব ভলিবল দলের বিশ্বকাপ জয়

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯ 

news-image

ইরানের অনূর্ধ্ব ২১ জাতীয় ভলিবল দল প্রথমবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছে। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় ২০তম বিশ্বকাপ যুব ভলিবলের ফাইনালে তারা ইতালিকে ৩-২ সেটে পরাজিত করে শিরোপা জিতে নেয়। চলতি বিশ্বকাপে একবারসহ সাম্প্রতিক সময়ে ইরানের যুব ভলিবল দল ছয় বার ইতালির মুখোমুখি হলেও ছয়বারই তারা ইউরোপের শক্তিশালী এ দলটির কাছে পরাজিত হয়েছিল।

ভলিবলে এটি ইরানের সবচেয়ে বড় সাফল্য।  এর আগে ইরান ২০০৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উন্নীত হলেও সেবার তৃতীয় স্থান নিয়েই তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়।

ফাইনালের আগে শুক্রবার এবারের বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ব্রাজিলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে উঠেছিল ইরান অনূর্ধ্ব-২১ ভলিবল দল।

বিশ্বকাপ জেতার পর এক প্রতিক্রিয়ায় ইরানের অধিনায়ক আমিরহোসেইন এসফান্দিয়ার বলেন, তার দলের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও অধ্যায়বসায় ইরানকে এ সাফল্য এনে দিয়েছে।পার্সটুডে, তেহরান টাইমস।