ইরানের মিনাব শহরে আম এবং চামেলি ফুলের উৎসব
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bsj2cd7e62a431gs3c_800C450.jpg)
ইরানের হরমুজগান প্রদেশের মিনাব শহরে অনুষ্ঠিত হলো আম এবং চামেলি ফুলের উৎসব হয়ে গেল কয়েক দিন আগে।
![](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/08/4bsjbc6ba0ab481gs31_800C450.jpg)
আমের ব্যাপক ফলনের জন্য খোদার দরবারে শোকরগুজারি করাই ছিল এ ঐতিহ্যবাহী উৎসবের উদ্দেশ্য।
এখানে সে উৎসবের কিছু ছবি তুলে দেয়া হলো। ছবিগুলো তুলেছেন ইরানের মেহর নিউজের আলোকচিত্রী রাহবার এমামদাদি।