ইরানের মাসিক তেলবহির্ভূত বাণিজ্য বেড়েছে ৫২ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/03/4091139.jpg)
চলতি ফারসি বছরের ১১তম মাসে (২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি) ইরানের তেলবহির্ভূত বাণিজ্য গত বছরের একই মাসের তুলনায় ৫২ শতাংশ বেড়েছে। মূল্যের দিক দিয়ে এই বাণিজ্য বেড়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র রুহুল্লাহ লতিফি এই তথ্য জানান।
তিনি বলেন, এ বছরের একাদশ মাসে ৯ দশমিক ৮৫৮ বিলিয়ন মূল্যের ১৫ দশমিক ৭৯৯ মিলিয়ন টন তেলবহির্ভূত পণ্য লেনদেন হয়েছে। যা আগের বছরের একই মাসের তুলনায় ওজনের দিক থেকে ৪৫ শতাংশ বেড়েছে। আইআরআইসিএ মুখপাত্র আরও ঘোষণা করেন, একাদশ মাসে তেলবহির্ভূত বাণিজ্য দশম মাসের তুলনায় মূল্য ও ওজনের দিক থেকে যথাক্রমে ২১ শতাংশ এবং ৪১ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।