বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভুলের মাত্রা প্রায় জিরো পর্যায়ে

পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০১৩ 

news-image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভুলের মাত্রা প্রায় জিরো পর্যায়ে নেমে এসেছে। ইরানের বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রমের ফলে এতটা উন্নতি সম্ভব হয়েছে বলে জানান তিনি।

জেনারেল সালামি বলেন, ভুলের মাত্রা জিরো পর্যায়ে নামিয়ে আনতে পারার কারণে ইরানি ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একইসঙ্গে তারা সমুদ্রে চলমান জাহাজেও আঘাত হানতে সক্ষম। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোর বিরুদ্ধে শত্রুপক্ষ আলোক-রশ্মি ব্যবহার করলে তাও শনাক্ত করতে পারে দেশে তৈরি এসব ক্ষেপণাস্ত্র।

জেনারেল হোসেইন সালামি জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উতপাদনে ইরান এখন স্বয়ংসম্পূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তবে দেশটি সবসময় বলছে- তার এ সামরিক শক্তি নিতান্তই প্রতিরক্ষামূলক; প্রতিবেশি কোনো দেশের জন্য হুমকি নয়।

রেডিও তেহরান, ১২ নভেম্বর, ২০১৩