ইরানের বিমান বাহিনীর তিন দিনের বিশাল মহড়া শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ১৮, ২০১৬
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর তিন দিনের বিশাল মহড়া সোমবার থেকে শুরু হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে শুরু হওয়া ফেদাইয়নে-হারিমে বেলায়েত ৬ নামের এ মহড়ায় ইরানি বিমান বাহিনীর নানা ধরণের যুদ্ধ এবং বোমারু বিমান অংশগ্রহণ করে। মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রুজখোশ এ তথ্য জানিয়েছে।
তিনি আরো বলেন, সামরিক মহড়ায় ইরানের পরিবহন, গোয়েন্দা এবং জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমান অংশগ্রহণ করে। এ ছাড়া, নানা ধরণের ড্রোনও এতে অংশ নিচ্ছে বলে জানান তিনি।
ইরানের আকাশসীমা রক্ষায় আইআরআইএএফ’র সক্ষমতা আংশিকভাবে এ মহড়ার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বলেও জানান তিনি। গত বছরের সেপ্টেম্বরে ফেদাইয়নে-হারিমে বেলায়েত ৫ নামের মহড়া সফলভাবে শেষ করেছিল ইরানি বিমান বাহিনী। সূত্র: পার্সটুডে, প্রেসটিভি