শুক্রবার, ৩১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫ শতাংশ

পোস্ট হয়েছে: এপ্রিল ৮, ২০২১ 

news-image

গত ফারসি বছরে (২০ মার্চ ২০২০ থেকে ২০ মার্চ ২০২১) ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ৪৩৪বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টার অধিক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি।

ইরানের পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি (তাভানির) প্রকাশিত তথ্যমতে, উল্লিখিত পরিমাণ বিদ্যুতের ৩৩৭ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা উৎপাদিত হয়েছে দেশটির সরকার ও বেসরকারি খাত পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। আর বাকি বিদ্যুৎ উৎপাদন হয়েছে বড় বড় শিল্পকারখানাগুলোর মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলোতে।

তথ্যমতে, আগের বছরে সবচেয়ে বেশি ব্যবহারের সময়কালে ইরানের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫৮ হাজার ৭৬ মেগাওয়াটে পৌঁছায়। সূত্র: তেহরান টাইমস।