বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট মেহেদি তাজ

পোস্ট হয়েছে: মে ৯, ২০১৬ 

news-image
ইরান ফুটবল ফেডারেশন আইএফএফএর প্রেসিডেন্ট হলেন মেহেদি তাজ। চারবছরের জন্যে তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। ৭১টি ভোটের মধ্যে ৫০টি ভোটই পান তাজ। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা আজরলো ১৫ এবং আজিজ মোহাম্মদী পেয়েছেন ৬ ভোট। এর আগে তাজ আইএফএফএর প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া ইরান ফুটবল লিগ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ও বোর্ড অব সেপাহানের সেক্রেটারি পদে তিনি দায়িত্ব পালন করেন।
 
মেহেদি তাজ জাহান ভারজেস নামে ক্রীড়া দৈনিকের এডিটর ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত। মেহেদি তাজ বলেছেনইরানের ফুটবলের উন্নতির জন্যে কঠিন সংগ্রাম করতে হবে এবং আমরা তা করব। সূত্র: তেহরান টাইমস