মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘ইরানের প্রতিরক্ষা শক্তিতে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেয়া হবে না’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০২০ 

news-image

ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ বা শক্তিকে দেয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বুধার বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেন, ইরান ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছিল তাতে এমন কোনো কথা লেখা ছিল না যার ভিত্তিতে তেহরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে আবার আলোচনায় বসতে হবে।

তিনি বলেন, ওই সমঝোতায় শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি সংক্রান্ত বিষয়াদি স্থান পেয়েছে। কাজেই ইরানের প্রতিরক্ষা শক্তি কিংবা এ অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি
ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তার দেশ এখন পর্যন্ত পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে; কাজেই এখন অন্য পক্ষগুলোকে এটি বাস্তবায়ন করতে হবে। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর এক্ষেত্রে দর কষাকষি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিণতি থেকে শিক্ষা নেবেন বলে মুজতবা জুন্নুরি আশা প্রকাশ করেন। পার্সটুডে