ইরানের পোশাক রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০১৯

চলতি ফারসি বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ ২০১৮ থেকে ২১ ডিসেম্বর ২০১৮) ইরানের পোশাক ও বস্ত্র রপ্তানি বেড়েছে ৬০ শতাংশ। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের টেক্সটাইল ও ক্লোথিং অফিসের মহাপরিচালক আফসানেহ মেহরাবি এই তথ্য জানিয়েছেন।
পোশাক, জুতা এবং টেক্সটাইল ও ক্লোথিং ইন্ডাস্ট্রির অন্যান্য পণ্যসামগ্রীর আমদানির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই পরিস্থিতিতে আমদানি করার প্রয়োজন হয় নি বলে জানান এই ইরানি কর্মকর্তা।
আফসানেহ বলেন, চলতি বছরের প্রথম নয় মাসে ৪ হাজার ৬শ টন পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি থেকে ইরানের আয় হয়েছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ৫৯ শতাংশ বেশি এবং মূল্যের দিক দিয়ে বেশি ২৪ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।