ইরানের পেস্তা বাদাম রফতানি বেড়েছে ২০ ভাগ
পোস্ট হয়েছে: জুন ১৭, ২০১৭

গত ইরানি বছরে (ফারসি ক্যালেন্ডার) ১ লাখ ৪১ হাজার ৫শ’ টন পেস্তা বাদাম রফতানি করেছে ইরান। যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
ইরানের শুল্ক প্রশাসন ও পেস্তা বাদাম সমিতির প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিগত সময়ে ইরানের পেস্তা বাদাম রফতানির মূল গন্তব্য ছিলো সার্বিয়া, লাটভিয়া, জর্দান, স্পেন, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ইউক্রেন, ইতালি, আজারবাইজান, জার্মানি, বাহরাইন, বুলগেরিয়া, বেলজিয়াম, পাকিস্তান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ান, তুরস্ক, তিউনিসিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, সুইজারল্যান্ড, ইরাক, ওমান, রাশিয়া, ফ্রান্স, কিরগিস্তান, কাতার, কানাডা, কুয়েত, লেবানন, পোলান্ড, লিথুয়ানিয়া, মালয়েশিয়া, মিসর, মেক্সিকো, ভিয়েতনাম, ভারত, হংকং ও গ্রীস।
সূত্র: ফিন্যান্সিয়াল ট্রিবিউন।