ইরানের নীতি নির্ধারণী পরিষদের নয়া প্রধান নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা
পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০১৯
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানিকে নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত সপ্তাহে আয়াতুল্লাহ সাইয়্যেদ মাহমুদ হাশেমি শাহরুদির মৃত্যুতে দেশের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য হয়েছিল।সর্বোচ্চ নেতা রোববার এক ডিক্রিতে আয়াতুল্লাহ সাদেক লারিজানিকে নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়ে আশা প্রকাশ করেন, আয়াতুল্লাহ লারিজানির দিক-নির্দেশনায় এই পরিষদের কাজ সুষ্ঠু ও সূচারুভাবে সম্পন্ন হবে।
নীতি নির্ধারণী পরিষদের নয়া প্রধান পদাধিকার বলে অভিভাবক পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তাঁর ডিক্রিতে বিচার বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি যত শীঘ্র সম্ভব নীতি নির্ধারণী পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করার জন্য আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানির প্রতি আহ্বান জানান। তিনি এ দায়িত্ব পালনের ক্ষেত্রে আয়াতুল্লাহ লারিজানির জন্য মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। পার্সটুডে।