রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের নতুন রাডার ব্যবস্থার উন্মোচন

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২০ 

news-image

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশীয়ভাবে তৈরি রাডার সিস্টেমের উন্মোচন  করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রাডার ব্যবস্থাপনার নাম দেয়া হয়েছে `কাশেফ-৯৯’।
 
বুধবার তেহরানে এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার ব্রিগেডার জেনারেল আলিরেজা সাবাহিফারদ এর উপস্থিতিতে এক অনুষ্ঠানে নতুন এই অর্জন প্রদর্শন করা হয়।  থ্রি ডি মোবাইল রাডার `কাশেফ-৯৯’ ক্ষুদ্র আকাশ যান (এমএভিএস) অনুসন্ধানের জন্য ব্যবহার করা হয়। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের মডার্ন টেকনোলজি রিসার্চ সেন্টার নতুন পদ্ধতিটি  নকশা ও তৈরির কাজ করেছে।

‘কাশেফ-৯৯’ ১২ কিলোমিটার রেঞ্জে ৩শ টার্গেটকে সমানভাবে চিহ্নিত করতে সক্ষম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।