শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ‘দয়ার দেয়াল’

পোস্ট হয়েছে: মার্চ ২৫, ২০১৬ 

news-image

ইরানে দয়ার দেয়াল বলে পরিচিত স্থানটি নিয়ে বিশ্ব মিডিয়ায় অনেক প্রশংসা কুড়িয়েছে। এধরনের দেয়ালে যাদের প্রয়োজন নেই এমন জামা কাপড় রেখে যান এবং যাদের তা প্রয়োজন তা তারা সেখান থেকে সংগ্রহ করে নেন।

213ed2de-7aec-4f24-a2db-8dfd30ad9c55একেবারে সরাসরি কাউকে দান করার বিষয়টির মধ্যে কোনো অহংকার বা কারো কাছ থেকে কিছ নেয়ার ক্ষেত্রে যে লজ্জার একটি বিষয় থাকে যা সহজে এড়ানো সম্ভব হয়। সাধারণত নিরাশ্রয় মানুষ যারা তারা এধরনের দয়ার দেয়াল থেকে তাদের প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করে নেন। কঠিন শীতে একটি গরম কাপড় অনেক কাজে লাগে।

এধরনের উদ্যোগের মূল মর্মবাণী হচ্ছে, ‘আপনার যদি প্রয়োজন না হয়, তাহলে কাপড়টি আপনি রেখে যান এবং যদি প্রয়োজন হয় তাহলে তা এখান থেকে নিয়ে যান’। দেয়ালগুলো নানা আল্পনায় আঁকা থাকে।

4eb1fbc0-1304-4f80-8ec9-048fce7044ad দেয়ালে হ্যাঙ্গারের সঙ্গে সারিবদ্ধভাবে জামাকাপড়গুলো সাজানো থাকে। যেন প্রয়োজনের মানুষের জন্যে অপেক্ষা করে ওগুলো। ইরানের বিভিন্ন স্থানজুড়ে এধরনের দয়ার দেয়ালের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে। সূত্র: প্রেস টিভি