শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের দ্বিতীয় করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমতি পেল

পোস্ট হয়েছে: জুলাই ১, ২০২১ 

news-image

ইরানের পাস্তুর ইনস্টিটিউটের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন ‘পাস্তু কোভ্যাক’ জরুরি ব্যবহারের লাইসেন্স পেয়েছে। বুধবার এই তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি।

তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়াল পর্বে ভ্যাকসিনটি কিউবায় ৪৪ হাজার স্বেচ্ছাসেবী এবং ইরানে ২৫ হাজার স্বেচ্ছাসেবীকে দেয়া হবে।

এরআগে নামাকি জানিয়েছিলেন, ‘পাস্তু কোভ্যাক’ ভ্যাকসিন সাউথ আফ্রিকা ও ব্রাজিলে প্রথম আবির্ভাব হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬২ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

সাউথ আফ্রিকা ও ব্রাজিলে প্রথম আবির্ভাব হওয়া এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ব্রিটিশ অস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেখানে মাত্র ১১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। সূত্র: তেহরান টাইমস।