শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ‘দি স্কাইয়ার’ যাচ্ছে শারজাহ চলচ্চিত্র উৎসবে

পোস্ট হয়েছে: অক্টোবর ১৬, ২০১৯ 

news-image

ফেরিদোউন নাজাফি পরিচালিত ‘দি স্কাইয়ার’ চলচ্চিত্রটির চিত্রনাট্য গড়ে উঠেছে এক কিশোর জোলিকে কেন্দ্র করে যে কি না একটি পাহাড়ি ছাগলকে বাঁচাতে চায় কারণ পশুটিকে ঐতিহ্যবাহী এক অনুষ্ঠানে জবাই করার জন্যে নির্ধারণ করা হয়েছিল। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাখতিয়ারি গোষ্ঠী এধরনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে যেখানে পশু জবেহ করা হয় অনুষ্ঠানের অংশ হিসেবে। সপ্তম শারজাহ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে শিশু ও তরুণদের চলচ্চিত্র বিভাগে ‘দি স্কাইয়ার’ প্রতিযোগিতা করবে। ১৭ অক্টোবর এটি প্রদর্শিত হবে উৎসবে। ফারস

এর আগে ‘দি স্কাইয়ার’ ২১তম অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। গ্রিসে ওই উৎসবেও এটি শিশু ও তরুণদের চলচ্চিত্র শাখায় প্রতিযোগিতা করেছিল। এছাড়া চলচ্চিত্রটি তাঞ্জানিয়ার জাঞ্জিবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘সিলভার ধোও এ্যাওয়ার্ড’ জিতে নেয়।