ইরানের তৈরি রোবটের নির্ভুলতায় বিস্মিত ইন্দোনেশিয়ান সার্জনরা
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০২৫

ইন্দোনেশিয়ার হাসপাতালগুলিতে অস্ত্রোপচারের জন্য সরবরাহ করা ইরানের তৈরি সিনা রোবটগুলি দেশটির পেশাদার চিকিৎসকদের অবাক করেছে। ইরানি মিডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রেস টিভি জানিয়েছে, ইন্দোনেশিয়ার হাসপাতালগুলিতে সিনা সার্জিক্যাল সিস্টেমের সাথে কাজ করা সার্জনরা সিস্টেমে ব্যবহৃত রোবটের কর্মক্ষমতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোবটের সহায়তায় টেলিসার্জারি অপারেশনে সিনা কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে প্রশিক্ষণ কোর্সে যোগদানের জন্য প্রায় ১০০ জন নতুন ইন্দোনেশিয়ান সার্জন আবেদন করেছেন। দুই বছর আগে ইন্দোনেশিয়ায় সিস্টেম সরবরাহ করার পর থেকে ১১২ জন সার্জন এই কোর্সে যোগদান করছেন। সূত্র: মেহর নিউজ