ইরানের তেল খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাশিয়া : বেলায়েতি
পোস্ট হয়েছে: জুলাই ১৬, ২০১৮

রাশিয়া ইরানের তেল খাতে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী’র বার্তা নিয়ে রুশ প্রেসিডেন্টভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। ইরানের সরকারি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে বেলায়েতি তার দেশের তেল খাতে রাশিয়ার বিনিয়োগের কথা জানান।
এদিকে রাশিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক ও অন্যান্য ইস্যু নিয়ে দুই ঘণ্টা বৈঠক করেন। এ বৈঠককে বেলায়েতি খুবই গঠনমূলক ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন। তিনি জানান, এ বছরের প্রথম চার মাসে রাশিয়া ও ইরানের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৩৬ ভাগ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ইরান থেকে বিনিয়োগ সরিয়ে নিলেও এসব বিনিয়োগের সুযোগ চীন ও রাশিয়া নিচেছ বলে মন্তব্য করেন বেলায়েতি।
এদিকে জ্বালানি খাত ছাড়াও রেল খাত ও চবাহার বন্দর উন্নয়নে রাশিয়া ইরানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। মেহর