শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের তেলবহির্ভূত রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ

পোস্ট হয়েছে: নভেম্বর ২, ২০১৮ 

news-image
চলতি ফার্সি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ২৭ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের তেল বহির্ভূত রপ্তানি হয়েছে ইরানের। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৩৫ শতাংশ বেশি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফোরুদ আসগারি এই তথ্য জানান। 
সোমবার এই কর্মকর্তা জানান, ওই সাত মাসে ইরান তেল বহির্ভূত রপ্তানির পরিমাণ ছিল ৬৭ দশমিক ৩৬২ মিলিয়ন টন। যা থেকে দেশটির আয় হয় ২৭ দশমিক ২ বিলিয়ন ডলার। 
 
আসগারি আরও জানান, চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে মূল্যের দিক দিয়ে আগের বছরের একই সময়ের তুলনায় তার দেশের তেল বহির্ভূত রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে, উল্লিখিত সময়ে দেশটি ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের ১৮ দশমিক ৯৩৯ মিলিয়ন টন সংশ্লিষ্ট পণ্যসামগ্রী আমদানি করেছে।
 
বিগত বছরের একই সময়ের তুলনায় ইরানের আমদানি ওজনের দিক দিয়ে ৮ দশমিক ৬৮ শতাংশ কমেছে, মূল্যের দিক দিয়ে কমেছে ১১ দশমিক ০৭ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।