ইরানের তিন শহরে শুরু হচ্ছে ইতালিয় চলচ্চিত্র সপ্তাহ
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০

চলতি সপ্তাহে ইরানের তিনটি শহরে শুরু হতে যাচ্ছে ইতালিয় চলচ্চিত্র সপ্তাহ। তেহরানে অবস্থিত ইতালিয় দূতাবাস ও ইরানের আর্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স সিনেমা যৌথভাবে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে।
“স্পটলাইট অন ইতালিয়ান সিনেমা’’ শীর্ষক চলচ্চিত্র সপ্তাহটি অনুষ্ঠিত হবে তেহরান, সিরাজ ও কিশ দ্বীপের সিনেমা হলে। ২০ ফেব্রুয়ারি চলচ্চিত্র উৎসবটি শুরু হয়ে চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্র সপ্তাহে দেখানো হবে অ্যালাইস রোহরওয়াচের পরিচালিত ‘‘হ্যাপি অ্যাজ লাজ্জারো’’, ভ্যালেন্টিনা পেডিসিনির ‘‘হোয়ার দ্যা শ্যাডোজ ফল’’, গিয়ান্নি অ্যামেলিয়ওর ‘‘এ লোনলি হিরো’’, ও পিয়ারতো মারসেলোর ‘‘মারটিন ইডেন’’ ইত্যাদি উল্লেখযোগ্য ইতালিয় ছবি। ইতালিয় চলচ্চিত্রকার ভিনসেনজো মাররাসহ বেশ কিছু সংখ্যক অতিথি এই ইভেন্টে যোগ দেবেন। সবগুলো ছবি দেখা যাবে বিনামূল্যে এবং এগুলো সবার জন্য উম্মুক্ত থাকবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।