শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জ্ঞানভিত্তিক ফার্মগুলোর ৫শ মিলিয়ন ডলারের রপ্তানি

পোস্ট হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ 

news-image

গত ফারসি বছরে (২১ মার্চ ২০১৯ থেকে ২০ মার্চ ২০২০) ইরানের জ্ঞানভিত্তিক ফার্মগুলো ৬শ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সামগ্রী রপ্তানি করেছে। সোমবার এই তথ্য জানিয়েছেন ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন দপ্তরের মহাপরিচালক রুহুল্লাহ ইসতিরি।

রপ্তানি খাতে ইরানের জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন তিনি। ইসতিরি বলেন, তার দপ্তর অন্যতম মূল লক্ষ্য হিসেবে জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর রপ্তানি বাড়ানোর ওপর নজর দিয়েছে। এলক্ষ্যে উল্লেখযোগ্য পদক্ষেপও নেওয়া হয়েছে। উদ্দেশ্য বাস্তবায়নে দেশের আড়াই হাজার জ্ঞানভিত্তিক কোম্পানিকে অত্যন্ত উচ্চ মানসম্মত সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।