শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের জাফরান রপ্তানি বেড়েছে ৫৭ শতাংশ

পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২৩ 

news-image

গত বছরের একই সময়ের তুলনায় চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ইরানের জাফরান রপ্তানি ৫৭ শতাংশ বেড়েছে।
ইরানের জাফরান রপ্তানিকারক ও বিক্রেতা সমিতির চেয়ারম্যান গোলামরেজা মিরি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইরানি জাফরান চাষীরা আগের ক্যালেন্ডার বছরে ২ লাখ ৩৯ হাজার টন পণ্য রপ্তানি করে। খবর বার্তা সংস্থা ইরনার।

উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ জাফরান উৎপাদনকারী দেশ। ইরানে উৎপাদিত ৯০ শতাংশেরও বেশি জাফরান বিদেশে রপ্তানি করা হয়। সূত্র: তেহরান টাইমস।