ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান পেল যে পাঁচটি স্থান
পোস্ট হয়েছে: জুলাই ১৫, ২০২০

ইরানের জাতীয় ঐতিহ্যের তালিকায় সম্প্রতি স্থান পেয়েছে পাঁচটি প্রাকৃতিক স্থান ও ভূদৃশ্য।
জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভক্ত হওয়া ওই পাঁচটি স্থান ইরানের উত্তরপশ্চিম ও পশ্চিম অংশের পশ্চিম আজারবাইজান, আরদেবিল, ইলাম ও কেরমানশাহ প্রদেশে অবস্থিত। দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোস্তাফা পুরালি এই তথ্য জানান।
তিনি বলেন, ঐতিহ্যবাহী স্থানগুলোর সুরক্ষা ও সংরক্ষণের প্রথম পদক্ষেপ হিসেবে সেগুলো জাতীয় ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেরমানশাহ প্রদেশের বাবা ইয়াদেগার বৃক্ষ এবং ইলাম প্রদেশের ভিঝদারভান উপত্যকা ও তালিসমান গুহা এই তালিকায় স্থান পেয়েছে।
বাবা ইয়াদেগার বৃক্ষ কেরমানের রিজাব অঞ্চলে অবস্থিত। এটি সুলতান সাহাকের অন্যতম সহযোগী, একজন কুর্দি ধর্মীয় নেতার সমাধি। ভিঝদারভান উপত্যকা আদিম প্রকৃতি ও নজরকাড়া দৃশ্যের জন্য জনপ্রিয়। এটি দৃষ্টিনন্দন চাম গার্ডেন বাঁধের কাছে অবস্থিত।
অন্যদিকে, তালিসমান গুহা মানেশত উচ্চভূমিতে অবস্থিত। গুহাটি আবিষ্কৃত হয় ১৯৯০ সালে। তাসলিম গুহা এই অঞ্চলের শিকারিদের একটি আবাসস্থল।
এতালিকায় আরও রয়েছে পশ্চিম আজারবাইজান প্রদেশের পিরানশাহর কাউন্টির খোরাঞ্জ স্টোনস, এটির রয়েছে অনন্য আকৃতি। আরদেবিল প্রদেশের শামসাবাদ গ্রামের প্রাচীন চিরসবুজ বৃক্ষ ‘জুনিপার বৃক্ষ’ও জাতীয় ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস।