ইরানের চলমান পর্যটন প্রকল্পে তৈরি হবে ৬ লাখ মানুষের কর্মসংস্থান
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/11/3562946.jpg)
ইরানে চলমান ২ হাজার ৪ শতাধিক পর্যটন সংশ্লিষ্ট প্রকল্পগুলো বাস্তবায়ন হলে মোট ৫ লাখ ৮৭ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গত মঙ্গলবার দেশটির পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মাদ খায়ইয়াতিয়ান এই তথ্য জানিয়েছেন। খবর আইআরএনএ এর।
তিনি জানান, প্রকল্পগুলোতে ব্যয় হবে ১হাজার ৩৭০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলার)। এগুলো বাস্তবায়নের সময় ৪ লাখ ৭৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর প্রকল্পগুলো চালু হলে কর্মসংস্থান হবে আরও ১ লাখ ১২ হাজার মানুষের। সূত্র: তেহরান টাইমস।