ইরানের খেজুর রপ্তানি বেড়েছে ৫৩ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১১, ২০১৯
চলতি ফারসি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০১৮ থেকে ২১ জানুয়ারি) ইরানের বিভিন্ন ধরনের খেজুর রপ্তানি বেড়েছে ৫২ শতাংশ। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিওআই) সর্বশেষ পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় এ বছর রপ্তানিতে এই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
টিপিওআই এর অ্যাগ্রো ক্রপস বিষয়ক রপ্তানি সমন্বয় কার্যালয়ের মহাপরিচালক মাহমুদ বাজারি মঙ্গলবার এই তথ্য জানান। তিনি জানান, পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম দশ মাসে ইরান ২ লাখ ৪৯ হাজার টন তাজা খেজুর রপ্তানি করেছে। এই রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে ২৫৮ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে ২৭ শতাংশ বেশি। আর মূল্যের দিক দিয়ে বেশি ৫৩ শতাংশ।
তিনি আরও জানান, গত বছরের প্রথম দশ মাসে ১ লাখ ৯৬ হাজার টন তাজা খেজুর রপ্তানি করে ইরান। এ থেকে আয় হয়েছে ১৮৬ মিলিয়ন ডলার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।