রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কৌতুক অভিনেতা আরেফ লুরেস্তানি আর নেই

পোস্ট হয়েছে: এপ্রিল ১৭, ২০১৭ 

news-image

ইরানের কৌতুক অভিনেতা আরেফ লুরেস্তানি মাত্র ৪৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার তিনি মারা যান। গত দুই দশক ধরে তিনি তার অভিনয়ের জন্যে দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করেছিলেন।

১৯৯৮ সালে লরেস্তানি ‘মিসসেলেনিয়া ৭৭’ নাটকে অভিনয় শুরু করেন। ওই নাটকে একজন দুর্নীতিপরায়ন পুলিশ কর্মকর্তার অভিনয় করে দর্শকদের মাঝে তিনি ব্যাপক সাড়া ফেলেন। এরপর ‘বিটার কফি’ নাটকে অভিনয় করে তিনি নন্দিত হন। এরপর ‘ দি ম্যারেজ সাপার’, ‘ইকুয়েশন’, ‘সিলেকশন’ ও ‘মানি এন্ড নেদা’ নাটকে অভিনয় তাকে দ্রুত সফলতা এনে দেয়। সূত্র: তেহরান টাইমস।