শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়ালো

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৩, ২০২২ 

news-image

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম নয় মাসে (২১ মার্চ-২১ ডিসেম্বর, ২০২১) ইরান ৩ দশমিক ৮৭৮ বিলিয়ন ডলার মূল্যের ৬ দশমিক ২৬৩ মিলিয়ন টন কৃষি ও খাদ্যদ্রব্য পণ্য রপ্তানি করেছে। দেশটির কৃষি উপমন্ত্রী মোহাম্মদ ঘোরবানি এই তথ্য জানান।ঘোরবানির মতে, উল্লিখিত সময়ে ইরানি কৃষকরা ৭ লাখ ৯৫ হাজার টন তরমুজ, ৬ লাখ ১৭ হাজার টন তাজা বা ঠাণ্ডা টমেটো, ৫ লাখ ৯৮ হাজার  টন তাজা আপেল, ৫ লাখ ২৮ হাজার টন তাজা বা ঠাণ্ডা আলু এবং ২ লাখ ৮৪ হাজার টন পেঁয়াজ, শ্যালট এবং রসুন রপ্তানি করেছেন।ইরানি এই কর্মকর্তা বলেন, এসব পণ্য ওজনের দিক থেকে উল্লিখিত নয় মাসে শীর্ষ রপ্তানি পণ্য ছিল। আর মূল্যের দিক থেকে পেস্তা, টমেটো, তরমুজ, খেজুর এবং আপেল যথাক্রমে শীর্ষ রপ্তানি পণ্য ছিল বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।