শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ইরানের কানি বারাজান জলাভূমিতে দেড় সহস্রাধিক ফ্লেমিংগোর অবতরণ

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২০ 

news-image

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে অবস্থিত আন্তর্জাতিক কানি বারাজান জলাভূমিতে দেড় সহস্রাধিক ফ্লেমিংগো অবতরণ করেছে। মাহাবাদ শহরের পরিবেশ দপ্তরের প্রধান ফারুক সোখানভার একথা জানান।

তিনি বলেন, বিগত কয়েক দিন যাবত আমাদের সহকর্মীরা শত শত অভিবাসী ফ্লেমিংগোর কয়েকটি দলকে জলাভূমিটিতে ঢুকতে দেখেছেন। তারা এই পাখিদের বিশ্রাম নিতে ও খাবার গ্রহণ করতে দেখেছেন।  

প্রতি বছরের এই মৌসুমে অভিবাসী ফ্লেমিংগোর দল লেক উর্মিয়া থেকে কানি বারাজানের মতো জলাভূমির চারপাশে স্থানান্তর গমন করে।

জলাভূমিটি লেক উর্মিয়ার দক্ষিণে এবং মাহাবাদ থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রায় ৯১০ একর জায়গা জুড়ে লেকটি অবস্থিত। সূত্র: তেহরান টাইমস।