শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের এক মাসে ১০ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য

পোস্ট হয়েছে: মার্চ ১০, ২০২২ 

news-image

চলতি ইরানি বছরের ১১তম মাস বাহমানে ইরান এবং অন্যান্য দেশের মধ্যে ৯ দশমিক ৮৫৮ বিলিয়ন মার্কিন ডলারের ১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টন পণ্য ও মালামাল বিনিময় হয়েেছ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) মুখপাত্র এই তথ্য জানান।সাইয়্যেদ রুহুল্লাহ লতিফি বুধবার বলেন, ইরানের বাহমান মাসে (২১ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২২) ইরান এবং অন্যান্য দেশের মধ্যে ১ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টন পণ্য বিনিময় হয়েছে। যা ওজন এবং মূল্যের দিক থেকে গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪৫ এবং ৫২ শতাংশ বেশি।ইরানি এই কর্মকর্তা জানান, পরিসংখ্যানে দেখা যায়, ইরানের বৈদেশিক বাণিজ্য এক মাসের আগের তুলনায় ওজন এবং মূল্যের ক্ষেত্রে যথাক্রমে ৪১ এবং ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।