বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ইস্পাত ইনগোট রপ্তানি বাড়লো ১৩৫ শতাংশ

পোস্ট হয়েছে: মে ৩০, ২০২১ 

news-image

চলতি ফারসি বছরের প্র্রথম মাসে (২১ মার্চ থেকে ২১ এপ্রিল) ইরানের ইস্পাত ইনগোট রপ্তানি বেড়েছে ১৩৫ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে।

শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এবছরের প্রথম মাসে ৫ লাখ ৬৬ হাজার টন ইস্পাত ইনগোট রপ্তানি হয়েছে।

ইরানের ইস্পাত উৎপাদক সমিতির (আইএসপিএ) তথ্যমতে, গত ইরানি বছর ১৩৯৯ সালে  আগের বছরের তুলনায় দেশটির ইস্পাত ইনগোট রপ্তানি কমে ১৩ দশমিক ১ শতাংশ। সূত্র: তেহরান টাইমস।